এই দিনে

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

১৫০৫ সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৫৩৩ ইতালীয় কবি লুদভিকো আরিস্তোর মৃত্যু।

১৫৩৫ ইংরেজ মানবতাবাদী টমাসমোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১৭৫৫ ইংরেজ স্থপতি জন ফ্ল্যাঙ্ম্যানএর জন্ম।

১৭৮১ সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা টমাস র‌্যাফলস্‌র জন্ম।

১৭৮৫ ইংরেজ উদ্ভিদবিদ স্যার উইলিয়াম জ্যাকসন হুকারএর জন্ম।

১৮১৮ জার্মান সংগীতবিদ কার্ল এঙ্গেলএর জন্ম।

১৮৩৭ ভারতবিদ্যাবিদ ও সমাজ সংস্কারক রামকৃষ্ণ গোপাল ভান্ডারকরের জন্ম।

১৮৫৯ সাহিত্যে নোবেলজয়ী (১৯১৬) সুইডিস কবি ভারনার ফন হাইডেনস্টামএর জন্ম।

১৮৬৬ বাংলা ‘বিশ্বকোষ’এর প্রথম সংকলক প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসুর জন্ম।

১৮৮৫ লুই পাস্তর জলাতঙ্ক চিকিৎসায় সাফল্য লাভ করেন।

১৮৯৩ বিশ্বখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসাঁর মৃত্যু।

১৯০১ শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যয়ের জন্ম।

১৯০৩ সুইডিশ জৈবরসায়নবিদ আকসেল টোরেলএর জন্ম।

১৯১৯ বিশ্বের প্রথম বিমান (ব্রিটিশ আর৩৪) আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৩২ ইংরেজ লেখক কেনেথ গ্রাহামএর মৃত্যু।

১৯৫২ লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল করে।

১৯৫৯ জার্মান চিত্রশিল্পী গেয়র্গ গ্রোস্‌ৎস্‌এর মৃত্যু।

১৯৬২ নোবেলজয়ী (১৯৪৯) মার্কিন কথাশিল্পী উইলিয়াম ফকনারএর মৃত্যু।

১৯৬৪ তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি (ন্যায়াসাল্যান্ড) স্বাধীনতা অর্জন করে।

১৯৬৭ নাইজিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৭৬ চীনের কমিউনিস্ট সামরিক নেতা জু দের মৃত্যু।

১৯৯১ জার্মানির টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয় বারের মতো উম্বলডন জেতেন।

পূর্ববর্তী নিবন্ধএক জ্যোতির্ময় নক্ষত্র
পরবর্তী নিবন্ধনতুন ভোটার হওয়ার চরম ভোগান্তির শেষ কোথায়