এই দিনে

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

১৪৭৮ ইংরেজ মানবতাবাদী ও কল্পসমাজবাদের প্রবক্তা টমাস মোর-এর জন্ম।
১৭০০ ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশের জন্ম।
১৭৪১ চিত্রশিল্পী ও শিল্পকলা বিষয়ক লেখক হেনরি ফুসেলি-র জন্ম।
১৭৪৯ ডাচ চিত্রশিল্পী ইয়ান ভান য়্যুইসুম-এর মৃত্যু।
১৭৯২ অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮১২ ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স্‌-এর জন্ম।
১৮২৪ ইংরেজ জ্যোতির্বিদ স্যার উইলিয়াম হাগিন্‌স-এর জন্ম।
১৮৩৭ ‘অঙফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস্‌ হেনরি মারি-র জন্ম।
১৮৪৪ লন্ডন, চাথাম ও ডোভার রেলওয়ে চালু হয়।
১৮৪৭ জার্মান সংগীত পরিচালক ও সুরকার আর্নষ্ট ফ্রাংক-এর জন্ম।
১৮৫৬ অযোধ্যার নবাব ওয়াজিদ আলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৮৭০ অস্ট্রীয় মনস্তত্ত্ববিদ আল্‌ফ্রেড্‌ আড্‌লার্‌-এর জন্ম।
১৮৭১ আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি-র জন্ম।
১৮৮৫ নোবেলজয়ী (১৯৩০) মার্কিন ঔপন্যাসিক হ্যারি সিনক্লেয়ার লিউইস্‌-এর জন্ম।
১৮৯৪ বেলজীয় উদ্ভাবক আদল্‌ফ সাক্‌স্‌-এর মৃত্যু।
১৮৯৮ মেঙিকোর আধুনিক চিত্রশিল্পের পুরোধা ঝা শার্লো-র জন্ম।
১৯০২ গুরুসদয় দত্তের উদ্যোগে ব্রতচারী সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯০৪ চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জন্ম।
১৯০৫ নোবেলজয়ী (১৯৭০) সুইডিশ জীববিজ্ঞানী উল্‌ফফন ইউলার খেপলিন-এর জন্ম।
১৯১৮ মার্কিন সমাজতাত্ত্বিক পিটার ব্লাউয়ের জন্ম।
১৯৬০ মার্কিন ঔপন্যাসিক, কবি ও নাট্যকার ম্যাঙওয়েল বডেনহেইস-এর মৃত্যু।
১৯৬০ রুশ বিজ্ঞানী ইগর কুচাতভ্‌-এর মৃত্যু।
১৯৭৪ গ্রানাডা স্বাধীনতা অর্জন করে।
১৯৭৯ সাহিত্যিক ও শিল্পী কমলকুমার মজুমদারের মৃত্যু।
১৯৮২ বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জির মৃত্যু।
১৯৮৪ মননশীল প্রাবন্ধিক নলিনীকান্ত গুপ্তের মৃত্যু।
১৯৯০ সোভিয়েত কমিউনিস্ট পার্টি রাষ্ট্রের উপার ৭২ বছরের কর্তৃত্বের অবসান ঘটায়।
১৯৯১ পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুমণ্ডলে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্তিনার আন্দিজ পর্বত এলাকার ভেঙে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে, সচেতনতা জরুরি
পরবর্তী নিবন্ধতক্তারপুল ব্রীজটি নির্মাণ করা হোক