উন্নয়নের ধারা বজায় রাখতে সমন্বয় পরিষদের বিকল্প নেই

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত হাশেম-জিয়া-মামুন পরিষদের প্রার্থী পরিচিতি সভা গতকাল সোমবার আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় বক্তব্য দেন, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মাহবুব উদ্দিন আহমদ, আ ক এ সিরাজুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জসিম উদ্দিন আহমদ খান, সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আবদুল আল মামুন, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আবুল হাশেম, জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইনজীবী সমাজ গণতন্ত্র রক্ষায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা রাখেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে আইনজীবীদের ভূমিকা অনন্য সাধারণ।
উন্নয়নের ধারা আমরা আইনজীবীদের অধিকার রক্ষায় আইনের শাসন বাস্তবায়নে সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সমন্বয় পরিষদের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী ঐক্য পরিষদকে জয়ী করার আহ্বান
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ থানা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ