উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে

আইনজীবী সমিতির শোকসভায় আইনমন্ত্রী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির অডিটরিয়ামে গতকাল সোমবার শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার)। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা, মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম। প্রধান অতিথি বলেন, মুজিব আদর্শে শাণিত বাংলার আপামর জনগণ। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরকাল প্রবহমান থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাবান জাতি হিসেবে বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শোককে শক্তিতে পরিণত করে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, দীর্ঘ দিন পরে হলেও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা যদি আমরা সফল করতে পারি তাহলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সার্থক হবে। প্রধান বক্তা বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র এখনো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের বিরুদ্ধে নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, সমাজের অঘোষিত অভিভাবক হিসেবে আইনজীবী সমাজ সকল প্রকার পরিস্থিতি মোকাবেলা করে। আইনজীবী সমাজ দেশ ও জাতির ক্রান্তিকালে দীর্ঘদিন থেকে নিরবচ্ছিন্ন ভূমিকা রেখে আসছে।

পূর্ববর্তী নিবন্ধজুলুম থেকে রেহাই পেতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : মীর নাছির
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২