উত্তরাধিকারের রাজনীতির কাছে দেশের মানুষ বন্দি হয়ে গেছে

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর গণসমাবেশে সিপিবি সভাপতি

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেছেন, লুটেরাদের রাজনীতি থেকে হটাতে হবে। এজন্য সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে এসে ঐক্যবদ্ধ গণআন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সিপিবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা সিপিবি এ গণসমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, গত ৭ জানুয়ারি এদেশে একটি তথাকথিত নির্বাচন হয়েছে। ক্ষমতায় থাকা সরকারই আবার সরকার গঠন করেছে। আমরা ২০১৪ সালে একতরফা নির্বাচন দেখেছি। ২০১৮ সালের নৈশভোটের নির্বাচন দেখেছি, রাতের আঁধারে ভোটচুরি করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। ২০২৪ সালে জনগণের মতামত উপেক্ষা করে অবৈধ নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ উত্তরাধিকারের রাজনীতির কাছে বন্দি হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এ উত্তরাধিকারের রাজনীতি ভেঙে দিতে হবে। বংশের রাজনীতি ভেঙে দিতে হবে। রাজনীতিকে উত্তরাধিকারের হাত থেকে মুক্ত করতে হবে।

সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী ও মো. মছিউদ্দৌলা এবং দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে রাইস মিলস সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধরাউজান উভলং গ্রামে ধর্মীয় কর্মসূচি আজ থেকে শুরু