ঈদের চাঁদ

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

এই চাঁদ আসে ঝলমলিয়ে রাঙিয়ে সাঁঝের কোল

এই চাঁদ এলে খুকুর মনে উছল হাওয়ার দোল।

এই চাঁদ আসে রঙ ছড়িয়ে সকল কষ্ট ঝেড়ে

এই চাঁদ এলে মায়ের হাতের কাজগুলো যায় বেড়ে।

এই চাঁদ এলে সাজ সাজ রব মুখর মনের পাড়া

এই চাঁদ আনে খুশির জোয়ার আনন্দ সুর ধারা।

এই চাঁদ এলে হাসির আলো সবার ঘরে ঘরে

এই চাঁদ আনে ভালোবাসা, বিলায় সাড়ম্বরে।

এই চাঁদ এলে মনের জমা কষ্ট ভোলার দিন

এই চাঁদ এলে সাম্যপ্রীতির উৎসবে রঙিন।

এই চাঁদ এলেই পড়ে সাড়া ভাঙ্গে সুখের বাঁধ

কোন সেই চাঁদ? পূর্ণিমা না একাদশীর চাঁদ?

কৃষ্ণপক্ষ! শুক্লপক্ষ! অমাবশ্যা নাকি!

আরে না না, ঈদের এ চাঁদ! তাও জানো না নাকি!

এই চাঁদ আসে নিয়ে সকল অসমতার বাণী

এই চাঁদ এলেই উচ্ছসিত সবার হৃদয়খানি।

পূর্ববর্তী নিবন্ধঈদ আনন্দ
পরবর্তী নিবন্ধপথশিশুর ঈদ