ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস প্রদানের দাবি

টিইউসি চট্টগ্রাম জেলার মানববন্ধন

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ঈদের আগে সকল শ্রমিককে বেতনবোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গতকাল সকালে চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল কবির মিন্টু, মো. হানিফ, মো. নুরুল আলম, মো. মিজান, মো. সেলিম, মো. পারভেজ, মো. আব্দুর শুক্কুর, মহিন উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।

সভাপতি বলেন, শ্রমিকদেরকে আজও তাদের ন্যায়সঙ্গত অধিকার বেতনবোনাসের দাবিতে রাস্তায় মানববন্ধন ও মিছিল করতে হচ্ছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী চার শতাধিক পোশাক কারখানা বোনাস দিতে না পারার শংকা রয়েছে। অন্যদিকে পোশাক কারখানার মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন এই সংখ্যা আরো বেশী হতে পারে। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বারবার ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বেতনবোনাস প্রদানের দাবি জানানো হয়েছে। কিন্তু আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী এখনও কোন কলকারখানায় শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়নি। তিনি সকল শ্রমিকেরা যাতে ঈদের পূর্বেই অন্তত ২৫ রোজার মধ্যে বেতনবোনাস পায় তারজন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনিলামে বিক্রি হল বাংলাদেশ ব্যাংকের ২৫ কেজি স্বর্ণ