ইস্পাহানিকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় ব্রাদার্সের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার লিগে অন্যতম ফেবারিট দল ব্রাদার্স ইউনিয়ন। যদিও শুরুটা খুব বেশি সাবলিলভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের চেনা রূপটা দেখাল কমলা জার্সিধারীরা। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইস্পাহানি স্পোর্টস ক্লাবকে রীতিমত গুড়িয়ে দিয়েছে ব্রাদার্স। ১৫৯ রানের বিশাল জয় তুলে নিয়েছে ব্রাদার্স। ইস্পাহানিকে গুড়িয়ে দিয়েছে তারা মাত্র ৬৫ রানে। যা এবারের লিগে সর্বনিন্ম দলীয় স্কোর। আগের দিন মুক্তিযোদ্ধার কল্যাণে সর্বোচ্চ রানের ইনিংস দেখেছিল দর্শকরা। গতকাল দেখল সর্বনিম্ন রানের ইনিংস।

টসে জিতে ব্যাট করতে নামা ব্রাদার্সের শুরুটা ভাল ছিল না। দুই ওপেনার ফিরেন মাত্র ১৬ রানে। তৃতীয় উইকেটে বাপ্পা এবং শিশির মিলে যোগ করেন ৪২ রান। এজুটি ভাঙ্গার পর ৮৭ রানে যেতে ৫ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স। এরপর হাল ধরেন আল আমিন এবং আমিনুল। দুজন মিলে যোগ করেন ৮৭ রান। ৯০ বলে ৫৪ রান করা আল আমিন ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর লড়েছে আমিনুল। দলকে ২২০ রানে পৌঁছে দিয়ে ৬৪ রান করে ফিরেন আমিনুল। শেষ পর্যন্ত ২২৪ রানে থামে ব্রাদার্স। দলের পক্ষে অন্যান্যের মধ্যে বাপ্পা ৩০, শিশির ১৬ এবং শাখাওয়াত করেন ১৬ রান। ইস্পাহানির পক্ষে ৩ টি উইকেট নিয়েছেন শহীদ। ২ টি করে উইকেট নিয়েছেন মামুন এবং হাফিজ।

২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে দুই উইকেট হারায় ইস্পাহানি। এরপর ব্রাদার্সের বোলারদের তোপের মুখে পড়ে তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙে পড়ে ইস্পাহানির ব্যাটিং লাইন। ওপেন করতে নামা সাইদুল ইসলাম তুহিন একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে কেবলই আসা যাওয়া করেছে বাকিরা। সাইদুল ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে ২৮ ওভারে ৬৫ রান করে অল আউট হয় ইস্পাহানি এস সি। সাইদুল করেন ২১ রান। ব্রাদার্সের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন আরমান এবং শাখাওয়াত। ২ টি উইকেট নিয়েছেন নাকিব। আজকের খেলায় অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ। এম এ আজিজ স্টেডিয়ামে ৯টায় শুরু হবে এ খেলা।

পূর্ববর্তী নিবন্ধনেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
পরবর্তী নিবন্ধইরানে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তালেবান সরকার