ইসলামাবাদ রোটারী ক্লাবের সভা

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে গতকাল চট্টগ্রাম ক্লাবে সাপ্তাহিক নিয়মিত সভার আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট প্রফেসর ড. চৌধুরী এম. মুনিরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ। ১৫৫তম সভার শুরুতেই প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি কাজী জাহেদ ইকবালকে প্রত্যয় পাঠ করার জন্য অনুরোধ করেন। পাঠ শেষে ক্লাবের সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করার হয়। সভায় প্রধান অতিথি বক্তা আবু সাইদকে ই-পাসপোর্ট ও পাসপোর্টের সার্বিক ব্যবস্থাপনার চিত্র তথ্য তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন রাখেন, পিপি রোটারিয়ান এম. মুসলিম উদ্দিন, রোটারিয়ান পিপি সাংবাদিক, ওসমান গনি মনসুর, পিপি প্রকৌশলী এম. হারুন, পিপি শফিকুল আলম খান ও অন্যান্য অতীথিবৃন্দ। সভায় উপস্থিত সদস্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের অত্যন্ত ধৈর্য সহকারে উত্তর দেন। সভা শেষে অতিথি বক্তা আবু সাইদকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষণা প্রধান প্রফেসর ড. মঞ্জুরুল বিরিয়া, রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারী মো. শহাজাহান, ডিস্ট্রিক্ট জোনাল কো-অর্ডিনেটর পিপি এমদাদুল আজীজ চৌধুরী, সহকারী গভর্ণর পিপি প্রকৌশলী এম. এ রশিদ, ডা. এম. এ করীম, পিপি এ. এম. মহিউদ্দিন, পিপি স্থপতি সোহেল এম. শাকুর, প্রকৌশলী এ, এম. হান্নান, পিপি মাহফুজুর রহমান, রোটারিয়ান ড. আসিফ ইকবাল, রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান শাহেদ পারভেজ, এম. রেজাউল করীম ভুট্টো, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট ইনতেসারুল আজিজ, সহসভাপতি মানজের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লায়ন্স ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা, খৎনা ও স্বাস্থ্য সেবা
পরবর্তী নিবন্ধবৈষম্য নিরসন করা গেলে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে