আমি সমুদ্র পুষি

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৫৮ পূর্বাহ্ণ

বুকের ভেতরের সমুদ্রটা সব ভেঙে চুরে

তছনছ করে দিচ্ছে,

ভেঙে ফেলছে স্বপ্ন কপাটের নিউক্লিয়াস।

সমুদ্রের উত্তাল ঢেউ পর্যটক চেনে না, নাবিক চেনে না

রক্তচোখা কম্পাস মহাকাল প্রলয়ের

সীমানা খুঁজে!

আমি কখনোই অভিযোগের বিস্তারিত হালখাতা নিয়ে

বিশদ ভাবে দাঁড়াইনি তোমার মুখোমুখি।

তুমি যদি বিষবৃক্ষের মতো নেতিয়ে যাও অবতলে।

এমন দায় আর নিতে পারবো না।

এতো যে সর্বনাশের মহা সমাবেশ,

আমি যার সভাপতি, তুমি তার সঞ্চালক হয়েই আছো নিরবধি।

এমন দখলের দখলবাজ চতুর্ভূজে তুমি জিতেছো।

আমি হেরেছি আনাদিকাল, হারছি আজও,

এ যাবতকাল।

সমুদ্রটা ক্রমশ উত্তাল হচ্ছে আমারই পাঁজরের খাঁচায়,

কেবল বিশদ হচ্ছে অষ্টম মহাসমুদ্রে।

আমি এখন সমুদ্র পুষি, উত্তাল সমুদ্র।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলকাব্য
পরবর্তী নিবন্ধ২০২৩ এর ব্যতিক্রমী সিয়াম সাধনা ও ঈদ উদযাপন