আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তির্যকের আয়োজন

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

আজ ২১ ফেব্রুয়ারি সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-তে বিকেল সাড়ে তিন টায় তির্যক নাট্যদলের আয়োজনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘নাট্যভাষা বাংলা আমার’ বিষয়ক নাট্য-ভাবনা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান একুশে’র চেতনাকে ধারণ করে তির্যক নাট্যদল প্রতিবছর ‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে নাট্যায়োজন করে থাকে।
এবার ভাষা দিবসের ৭০তম বার্ষিকীতে তির্যক নাট্যদলের ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক ১৬তম আয়োজনের প্রতিপাদ্য বিষয় নাট্য-ভাবনা বিনিময়। টিআইসি-র সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেবেন শিল্পী-সাহিত্যিক, নাট্যজনরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধসমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্যারিস্টার আনিস