আনোয়ারায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ৯ শ্রমিক আহত

আজাদী অনলাইন | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৩:১২ অপরাহ্ণ

আনোয়ারায় পোশাক শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রোজিনা আখতার (২৫), হাবিবা আখতার (১৮), জাহানারা বেগম (২৪), চম্পা দাশ (২৪), নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭)।-বাংলানিউজ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, আনোয়ারায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন পোশাক শ্রমিক আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।

পূর্ববর্তী নিবন্ধপুলিশি বাধায় পণ্ড বিএনপির সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া
পরবর্তী নিবন্ধঋতুরাজ বসন্তের আগমন