আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মুহাম্মদ মিনহাজুর রহমান, উপজেলা কোম্পানি কমান্ডার মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। মংসা থোয়াই মার্মা জানান, রাঙ্গুনিয়ার ১৭০টি গ্রামে প্রতিটিতে ২টি করে মোট ৩৪০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা আনসার কমান্ডার ইউনিয়ন, ওয়ার্ড, দলনেতা ও দলনেত্রীদের মাধ্যমে রোপণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘যোগ ব্যায়ামে শারীরিক সক্ষমতা বাড়ে’
পরবর্তী নিবন্ধউপমহাদেশে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটিয়েছেন সৈয়দ আহমদ সিরিকোটি(র.)