আদর্শবান ও ত্যাগী নেতাদের সামনের কাতারে আসতে হবে

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, শ্রমিক নেতৃত্বকে পরিশুদ্ধ করার জন্য আদর্শবান ও ত্যাগীদের সামনের কাতারে আসতে হবে। কারণ শ্রমিক শ্রেণি জাতীয় প্রবৃদ্ধি অর্জন ও উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের মাঝেই বাংলাদেশের কল্যাণ ও অগ্রগতি নিহিত। গতকাল রবিবার মাঝির ঘাটস্থ ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর ২য় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংসদ এম.এ লতিফ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, শ্রমিক নেতা গাজী মো. জসিম উদ্দীন, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আব্দুল মতিন মাস্টার, তোফাজ্জল হোসেন জিকু, এম এ রহিম, জসিম উদ্দীন, মোজাম্মেল হোসেন, শহীদুল ইসলাম শহিদ, কাজী হাসান মুরাদ, মো. আবু বক্কর, মো. আলী আজগর, মো. আবু জাফর, মো. আক্তার, দেবব্রত বড়ুয়া, মো. সেলিম উদ্দিন, মো. শাহজাহান, মো. ফরিদুল আলম, মো. নওশেদ জামাল, কাঞ্চন দাশ, মো. নুরুল আবছার, মো. নাঈমুল করিম, মো. আব্দুল্লাহ আল মারুফ, প্রদীপ বড়ুয়া, ছোট্টো মাঝি, আব্দুল হান্নান, দেলোয়ার হোসেন, আলমগীর, বেলাল, মনির, জামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ব্যবসায়ীদের সাথে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময়
পরবর্তী নিবন্ধডিটি ও জাকির হোসেন রোডে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি