আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৩ সালের এইদিনে লেবাননের রাজধানী বৈরুতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। খবর বাসসের। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৯টায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক ঐক্য ক্ষমতায় এলে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ হবে
পরবর্তী নিবন্ধসমাজসেবায় প্রফুল্ল রঞ্জন সিংহ একটি উল্লেখযোগ্য নাম