আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর

সাতকানিয়া দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ে মোতালেব এমপি

| সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম১৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব এমপি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন আধুনিক সুযোগসুবিধা প্রদান করেছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ। আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, সাতকানিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউই বাজারের ‘ভালোবাসায় বসন্ত উৎসব’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন ডবলমুরিং থানার আনন্দ র‌্যালি ও সমাবেশ