আগের নিয়মে হোল্ডিং ট্যাক্স আদায়ের ঘোষণা না এলে আন্দোলন

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা ।। কালুরঘাট সেতু নিয়ে গড়িমসি বোধগম্য নয়

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী বলেছেন, কালুরঘাটে একটি রেল কাম সড়ক সেতুর প্রয়োজনীয়তা অনুভব করে নতুন সেতুর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। সরকারের নীতি নির্ধারণী মহলে সিদ্ধান্ত হয়ে একনেকে পাস হওয়া সত্ত্বেও কোন অদৃশ্য কারণে কালুরঘাট সেতু বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা সরকার ও চট্টল বিদ্বেষী একটি মহলের ষড়যন্ত্র সব সময় সক্রিয় থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর থাকে সেটা আজ পরিক্ষিত সত্য বলে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সভাপতির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগের এসেসমেন্টের দশগুণ বেশি হোল্ডিং ট্যাক্স আদায়ে নগরবাসীকে বাধ্য করছে, যা কখনো কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। তিনি অবিলম্বে আগের নিয়মে হোল্ডিং ট্যাক্স আদায় করার সিদ্ধান্ত ঘোষণা করার জন্য সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি নগরবাসীকে সাথে নিয়ে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সভায় বক্তব্য দেন, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, এস এম নুরুল হক, এমদাদ উল্লাহ্‌, লায়লা ইব্রাহিম বানু, আব্দুল হালিম দোভাষ, প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহিম, এস এম সিরাজ উদ্দৌলা, অ্যাডভোকেট ফয়জুর রহমান বেলাল, কাজী গোলাপ রহমান, নুরুল আবচার, গোফরান চৌধুরী, হাসান সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ কাস্টমস এবার হারলো বন্দরের কাছে
পরবর্তী নিবন্ধসাতকানিয়া মেহেদী গণ পাঠাগারে আলোচনা সভা