আখতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাই, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

নগরীর খুলশী ও কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল সোমবার ছিনতাইয়ের শিকার সাউন্ড ও লাইটিং ব্যবসায়ী মো. সুমনের বাবা মো. আবুল কালাম নূর হোসেন বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করলে পুলিশ সাথে সাথে অভিযান চালিয়ে এই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোবারক হোসেন (২৬), মো. হারুন অর রশিদ (৫৮), মো. মহিউদ্দিন (৫২) ও মো. রিদোয়ান (২৭)। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
জানা যায়, সুমন ইভেন্টের কাজ শেষ করে বন্ধু হোসেনকে নিয়ে বাসায় ফিরছিল। এ সময় তার কাছে কাজের পারিশ্রমিক নগদ তিন হাজার টাকা ছিল। আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি মোড় অংশে ৩১ ও ৩২ নম্বর পিলারের মাঝামাঝি এলে ছিনতাইকারীরা পথরোধ করে সাথে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এতে সুমন দিতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। এ সময় সাথে থাকা বন্ধু হোসেন পালিয়ে যায়। পরে ছিনতাইকারীরা সুমনের সাথে থাকা ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে সিএনজি যোগে পালিয়ে যায়। সুমনের শরীরের ৫-৬টি স্থানে ছুরিকাঘাত করা হয়। সে বর্তমানে মেডিকেলে মুমুর্ষু অবস্থায় রয়েছে। পুলিশ আর মেডিকেলের ছাত্ররা দুই ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়
পরবর্তী নিবন্ধএম এ মালেক কর্ম গুণেই একুশে পদকে ভূষিত