আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক

বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : ইউসিবিএল উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ উপ-শাখার উদ্যোগে ও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মোস্তফা-হাকিম কলেজ চত্বরে গতকাল শুক্রবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এর উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। একজন দেশপ্রেমিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, জনদরদী এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী, তাঁর অবদানের জন্য তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাহাড়তলী শাখার ম্যানেজার মোহাম্মদ জাহিদ হায়দার, আগ্রাবাদ শাখার এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রুবাইয়াত তানভীর, উত্তর কাট্টলী উপ শাখার ব্যবস্থাপক আশ্রাফ আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সমাজ সেবক নেছার আহমদ প্রমুখ।
জেলা কৃষক লীগের শ্রদ্ধা : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শিল্পোদ্যোক্তা মুক্তিযোদ্ধা মরহুম আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে আনোয়ারা হাইলধরস্থ কবরে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগ। সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সিদ্দিক আহমদ বি কম যুগ্ম সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, আলমগীর খান, জেলা কৃষক লীগ নেতা আসিফ ইকবাল, মো. ইব্রাহীম চৌধুরী, নাজের ফারুকী, মো. আবদু শাকুর, তাহেজুল ইসলাম, মাহবুবুর রহমান, হরিপদ চৌধুরী বাবুল, নোয়াব আলী, মাহবুবুর মো. ফরিদ, জি.এম. পারভেজ ফারুক, মো. কায়সার হামিদ, রায়হান তালুকদার, খোরশেদুল আলম, রহমত আলী, মোজাম্মেল হক, সুধীর প্রমুখ।
বারশত ইউনিয়ন পরিষদের দোয়া মাহফিল : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্য ৭ টায় উপজেলার বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, খতমে বোখারী, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ কাজী জাফর ,অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান, অধ্যক্ষ মুহাম্মদ আবুল কাশেম, অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মদ উচমান গণি ও মাওলানা মোহাম্মদ সোলাইমান, উপাধ্যক্ষ মওলানা মোহাম্মদ আলীসহ ৪০ জন আলেম।

পূর্ববর্তী নিবন্ধহযরত মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম রহমত
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে গণসমাবেশ আজ