আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইটিসি ভবন উদ্বোধন

আজাদী অনলাইন | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ১:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইটিসি ভবন গতকাল সকালে উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণাল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, হাটহাজারী সংসদীয় আসনের এমপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে কোন বিকল্প নেই।

আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (প্রস্তাবিত কমিটি) জসিম উদদীন শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনছু গনি চৌধুরী, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল মনসুর,দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন মিয়াজি।


এই সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাসুদ, সালাউদ্দিন চৌধুরী, নুরুল হোসেন লাভু, গভর্নিং বডির সদস্য জাফার আহম্মেদ, মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মাদ বাবুল, শিক্ষক প্রতিনিধি যমুনা পারভীন, মো. সেলিম, মো. রাসেদ, মো. জসিম উদ্দীন, শামসুল আলম।

আরো উপস্থিত ছিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সমাজ সেবক সিআইপি সেলিম উদ্দিন, আবুল মনচুর, মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ইফতেখার বেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের স্ত্রীর প্রচারণা
পরবর্তী নিবন্ধঅনুমোদন পেল বাংলাদেশে উদ্ভাবিত কোভিড টেস্ট কিট