আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩০ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রজ্ব্বলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন। একই সময়ে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম, কাউন্সিল সদস্য এবং উর্ধ্বতন প্রকৌশলীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এই সময় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, দখলদার বাহিনী পরাজয় নিশ্চিত হয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য তাদের এদেশীয় দোসরদের মাধ্যমে এই মর্মান্তিক হত্যাকাণ্ড চালায়। উপস্থিত প্রকৌশলীগণ নিহত বুদ্ধিজীবিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাপস হত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান