অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীতে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযানের বিষয়ে ফয়েজ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু হয়ে মাওয়ার পথে চলল প্রথম ট্রেন