অসুখ

সাঈদ শ | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:২৯ পূর্বাহ্ণ

ভাঙা চাঁদজলে পড়ে কাঁপছে

আর কোনো নির্লিপ্ত জীবনের চোখ

ঘনশাদা কুয়াশার ভেতর

জ্যোৎস্না সেলাই করে যাচ্ছে

সাইদুল ইসলাম

শব্দসার

কোন্‌ সে শব্দ

জলের নিচ থেকে

তুলে আনতে গিয়েছিলে তুমি

পা কি জানে

গরম বালিতে পুড়ে

কীভাবে কাঁদছে পিঁপড়ে সৈকতে

 

ছেলেমেয়ে স্ত্রী বন্ধু

দিনভর এত কোলাহল

তবুও কি হৃদয়ে পৌছলো কিছু

পূর্ববর্তী নিবন্ধআত্মশুদ্ধি ও তাকওয়ার মাস রমজান: স্মৃতি বিজড়িত বদর-আমাদের প্রেরণা
পরবর্তী নিবন্ধভালোবাসতে না পারা