অসাম্প্রদায়িক বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হবে

জন্মাষ্টমী পরিষদের সাথে মতবিনিময়ে সিএমপি কমিশনার

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, অসম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হবে। মহাশোভাযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তিনি গতকাল সোমবার নগরীর দামপাড়া সিএমপি কার্যালয়ে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা রয়েছে। সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এসময় উপস্থিত ছিলেন অ্যাড. চন্দন তালুকদার, আশীষ কুমার ভট্টাচার্য, হিল্লোল সেন উজ্জ্বল, মাইকেল দে, দুলাল চন্দ্র দে, শংকর সেনগুপ্ত, সাধন ধর, তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোশ দাশ, তাপস কুমার নন্দী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, রতন আচার্য প্রমুখ। এছাড়াও জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি, যুব কমিটি, মাতৃশক্তি পরিষদ, ছাত্র পরিষদ এবং চট্টগ্রাম মহানগর আওতাধীন বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পরিষদে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী বলেন, জন্মাষ্টমী উৎসব পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ১৮ আগস্ট থেকে জেএম সেন হলে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএনতেজার উদ্দীন আহমদ