অন্তিমে প্রেমময় সন্ধ্যা

কৌশিক রেইন | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

আমার চমৎকার সন্ধ্যাটি হনন হয়ে গেল …
এক আততায়ীনির বাক্যবাণে।
কেমন কদাকার, কুৎসিত, অশ্রাব্য সেসব !
পশ্চিমে হেলে পরা অতুলনীয় গোধূলিতে
আমরা মিলিত হতাম
শেষ লগ্নের আগে।
তোমার রেশম ঝলমলে চুল,
উড়ে যেতো হাওয়ায়
হঠাৎ থমকে থমকে হাওয়া,
কুহরে বয়ে যাওয়া কিছু মিষ্টি মিষ্টি শব্দ
আমার বুকে জলতরঙ্গ সৃষ্টি করতো …
তুমি ও মাতাল হতে
আমার অমন সোনালু চাহনিতে,
দিঘির জলে টুপ করে ঢিল ছোঁড়ার মতো
আমার গালে টোল পরা দেখে।
মাঝে মাঝে যখন দুষ্টু হাওয়া এসে
তোমার জামার একাংশ উড়িয়ে নিয়ে যেতো
তোমার আধ খোলা জামার অতলে
গহীন সুগভীর নাভিতে
আমার চোখ আটকে থাকতো …
বারংবার চোখ পড়তো ওখানেই।
কী শিহরণ! কী অসহ্য ভালো লাগা …
হায় বিধিবাম ! তোমার অধরা সৌন্দর্য!
হঠাৎই সেদিন কালো সন্ধ্যায়, এক আততায়ীনির
তীব্র বিষময় বাক্যে
আমি খুন হলাম।
আমার পরম যত্নে লালিত
প্রেমময় ভালবাসার অন্তিমে
ছাই হলাম।

পূর্ববর্তী নিবন্ধমৌন ফেরিঘাটে
পরবর্তী নিবন্ধদৃশ্যপট