অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

কথাসাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য প্রফেসর আসহাব উদ্দীন আহমদের (১৯১৪১৯৯৪) ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য এমএ ডিগ্রি লাভ করার পর দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। তিনি কুমিল্লায় ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন।

১৯৫৪ সালে তিনি বাঁশখালী থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যুক্তফ্রন্ট থেকে এমপিএ নির্বাচিত হন। ১৯৫৫ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন। ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাথে যুক্ত হন। আজীবন সাম্যবাদী ধারার রাজনীতি ও লেখালেখি করেন। তাঁর লেখা ধার, বাদলের ধারা ঝরে ঝর ঝর, সের এক আনা মাত্র, দামশাসন দেশশাসন, ঘুষ ও বোকা মিয়ার ইতিকথা উল্লেখযোগ্য। অধ্যাপক আনু মুহাম্মদ সম্পাদিত আসহাব উদ্দীন আহমদ রচনা সমগ্রও (৩ খণ্ড) প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮৭৫ জন মৎস্যজীবী পেল ৫৬ কেজি করে চাল
পরবর্তী নিবন্ধপাষণ্ড বাবা কারাগারে