অতিথি পাখিদের নিরাপত্তা চাই

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

দিন পরেই শীত ঋতুর আগমন ঘটবে। আগমন ঘটবে নানা ধরনের পাখিদেরও। এরা অতিথি পাখি, পরিযায়ী পাখি। পরিবেশগত চাপ, আরামদায়ক পরিবেশের আশা আর জিনগত নিয়মের কারণে এদের দেশান্তরী হতে হয়। কিন্তু দেশান্তরী হয়ে তারা কই যায়? আবার ফিরে যেতে পারে কি? নাকি অসাধু লোকের লোভের ফাঁদে পড়ে তারা আর স্বদেশে ফিরতে পারে না? তারা আমাদের অতিথি, তারা আমাদের মেহমান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, অতিথি পাখি হয়ে আসা এ পাখিগুলো অতিথি হয়ে থাকতে পারছে না। কিন্তু কেন এই অমানবিক আচরণ তাদের প্রতি? তারা অতিথি; আমাদের আতিথেয়তায় যেখানে তাদের হাসিখুশিতে দিন পার করার কথা, সেখানে তারা আজ নিজের জীবন নিয়ে স্বদেশে ফেরার শঙ্কায় থাকে। আমরা কি এতই অমানবিক? এতই পাষাণ? আসুন একটু মানবিক হই, মানবিকতা দিয়ে স্থাপন করি মানবের মহৎ পরিচয়।

সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে হবে এই অবৈধ শিকারিদের। আইনের আওতায় আনতে হবে তাদের। তবেই হয়তো রক্ষা পাবে অতিথি পাখিসহ স্থানীয় পাখি। রক্ষা হবে জীববৈচিত্র্য আর পরিবেশের যথাযথ ভারসাম্য।

তৌহিদউল বারী

শিক্ষার্থী,

বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅজিতকুমার গুহ : কীর্তিমান রবীন্দ্রগবেষক
পরবর্তী নিবন্ধহেমন্ত