অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন। ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নাছির উদ্দিন, মোহাম্মদ বিপ্লব, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, হাসান মোল্লা, মোহাম্মদ ইমরান, কামাল ভান্ডারী, রুবেল, আল আমীন, জসিম উদ্দিন, মুনির মোল্লা, মোহাম্মদ মুনির প্রমুখ।
বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটি ও শাখা প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী ১০ জানুয়ারি ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা চট্টগ্রাম জেলাতে অপরিকল্পিত রেজিস্ট্রেশন বন্ধ, চালকদের সহজ শর্তে ফিল্ড টেস্টের মাধ্যমে লাইসেন্স প্রদান, চালকদের নিয়োগ পত্র/প্রত্যয়নপত্র বাধ্যতামূলক ও চট্টগ্রামে অটোডাবল সিস্টেম জরিমানা বন্ধসহ ইউনিয়নের ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোভিড : ভারতে একদিনে ২২,৭৭৫ রোগী বাড়ল
পরবর্তী নিবন্ধনামফলকের ৬০ ভাগ বাংলায় ব্যবহারের দাবিতে পথসভা ও মিছিল