অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু

| বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য হস্তশিল্প ও সেলাই বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল মঙ্গলবার পতেঙ্গার কাটগড়ে সূচয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। ডাটা কনসালটেন্টস্‌ বিডি লিমিটেডর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাঈদ হাসান। স্বপ্নীল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ক্যাব পতেঙ্গা থানা সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাবেক মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এ কে এম মুসলিম, সেনোয়ারুল করিম। প্রধান অতিথি বলেন, অটিস্টিক শিশুদের বিভিন্ন সমস্যা থাকা সত্বেও তাদের সক্ষমতা রয়েছে। তাদের যথাযথ শিক্ষা ও দক্ষতা প্রদান করা হলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এই ধরনের শিশুরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে যদি তাদের উপযুক্ত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.৮৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআইন মেনে চললেই নিরাপদ হবে সড়ক