স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান রেডমানি কর্তৃক আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘আইএফএন রোড শো বাংলাদেশ’ এর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
ইসলামিক ফাইনা্যন্স ও ব্যাংকিং-এর উপর আয়োজিত এই রোড শোর এবছরের প্রতিপাদ্য ‘বিল্ডিং মোমেনটাম: ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ’। ২০২১ এ অনুষ্ঠিত রোড শো- তে অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর রোড শো-এর আয়োজক কমিটি তৌহিদুল আলমকে ২য় বারের জন্য উক্ত পদে মনোনীত করলেন।
তৌহিদুল আলম খান রোড শো’র মডারেটর হিসেবে দায়িত্ব পালন ও রেডমানি গ্রুপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, মো. তৌহিদুল আলম খান বিশ্বের নেতৃস্থানীয় ইসলামিক নিউজ প্রোভাইডার ‘ইসলামিক ফাইন্যান্স নিউজ’ (আইএফএন)-এর আন্তর্জাতিক করেসপনডেন্ট, যিনি ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক আইএফএন রোড শো’র একজন মডারেটর ও প্যানেলিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) এর ফেলো এবং বাংলাদেশের প্রথম সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (সিএসআরএ)। প্রেস বিজ্ঞপ্তি।