ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই: ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগী মনীষী

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

মুহম্মদ আবদুল হাই বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ধ্বনিবিজ্ঞানী হিসেবে সুপরিচিত। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ছিল তাঁর গভীর অনুসন্ধিৎসা। এ ভাষায় ধ্বনির ব্যবহার, উচ্চারণ ও গঠন প্রকৃতি নিয়ে তিনি বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক গবেষণা করেছেন। খ্যাতিমান হয়েছেন ধ্বনিতাত্ত্বিক বা ধ্বনিবিজ্ঞানী হিসেবে।
আবদুল হাইয়ের জন্ম ১৯১৯ সালের ২৬ নভেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.এ ডিগ্রি অর্জন করেন। এরপর ‘বেঙ্গল জুনিয়র সার্ভিস’-এ বেশ কিছুকাল শিক্ষকতা করেন তিনি।
পরবর্তীকালে কৃষ্ণনগর কলেজ, রাজশাহী সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আবদুল হাইয়ের বিশেষ আকর্ষণ ছিল ধ্বনিবিজ্ঞানে। এ বিষয়ে গবেষণাও করেছেন বিস্তর। প্রাণের গভীরে ছিল বাঙালি, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি প্রবল অনুরাগ। আর তাই পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত প্রচার বন্ধের সীদ্ধান্ত নিলে প্রতিবাদে সোচ্চার হন তিনি। পাক সরকার আরবি ও রোমান হরফে বাংলা বর্ণমালা সংস্কারের যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরোধিতায়ও সরব ছিলেন আবদুল হাই। পাকিস্তানি সংস্কৃতির আগ্রাসনে বাঙালির নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি যাতে হারিয়ে না যায় সেজন্য তাঁর নানান কর্ম তৎপরতা ছিল পরাধীন দেশে অন্যদের প্রেরণার উৎস।
আবদুল হাই রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’, ‘সাহিত্য ও সংস্কৃতি’, ‘বিলাতে সাড়ে সাতশ দিন’, ‘তোষামদ ও রাজনীতির ভাষা’ ইত্যাদি উল্লেখযোগ্য।
গবেষণাধর্মী ও চিন্তাশীল বেশ কিছু প্রবন্ধ লিখেও তিনি সুখ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালের ৩ জুন রেললাইনে কাটা পড়ে প্রথিতযশা এই মনীষীর মর্মান্তিক মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আইয়ূব চৌধুরী রাস্তা মেরামত করা হোক