চাঁদটা ঈদের নীল আকাশে ভাসিয়ে আলোর বন্যা
মেঘ বিছানায় ডিগবাজি খায় হাজার তারার কন্যা
এই কন্যা চাঁদনী রাতে, আলাপ জমায় সবার সাথে
চাঁদটা ঈদের আদর করে ঘুম এনে দেয় দু’নয়নে
আমরা সবাই বিভোর থাকি স্বপ্ন দেখে শয়নে।
চাঁদটা ঈদের কি নিশ্চুপে, মুগ্ধ আমি তারই রূপে
জগত জুড়ে ফুল ফুটেছে গন্ধ হাওয়ায় ভাসছে
ফুল পরীরা ফুল বাগানে ফুলের মতন হাসছে।
সেই হাসিতে রূপের ধারা, আমরা সবাই বাঁধন হারা
ঈদে খুশির বাঁধ ভেঙ্গে যায় ফুল বাগানে ছড়িয়ে
রূপ ঝলোমল এই পৃথিবী মন দিয়েছে ভরিয়ে।
Advertisement