এলো খুশির ঈদ
নাইকো মোদের আজ তাই নিদ,
ঈদ মানে ছেলে বুড়ো সকলের খুশির গীত!
ঈদ মানে, খুশির জোয়ার আর নতুন জামা
ধনী গরিব তাই এক সাথে মিলে মিশে
বাড়ি বাড়ি সেমাই খানা।
মনের দুয়ার খুলে কোলাকোলি অবিরাম
সাম্যতে নেই মানা হতে হবে হরদম।
হিংসা–বিদ্রেষ ভুলে গিয়ে করি গলাগলি
ঈদ রঙে রাঙিয়ে মোরা সকলে যেন
এক সাথে চলি।
Advertisement