এনসিসি ব্যাংক লিঃ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এস. আর. এল. (ইটালী) এর যৌথ রেমিটেন্স কার্যক্রমের এক যুগ পূর্তি উদ্যাপিত হয়েছে। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি (ইটালী) এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি (ইটালী) এর চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী প্রবাসী রেমিটেন্স বিতরণে বিশেষ অবদান রাখায় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো. মাহ্ফুজুর রহমান এবং এসভিপি ও হেড অব ট্রেজারী (ফ্রন্ট অফিস) মোহাম্মদ শরীফুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি (ইটালী) এর ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী, পরিচালকবৃন্দ ইকরাম ফরাজী, কুদ্দুস ফরাজী, আবদুল ওয়াহাব ফকির ও ডা. আনোয়ার ফরাজী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুল্লাহ আল মাসুমসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা নিরাপদ ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি (ইটালী) যৌথভাবে দীর্ঘ ১২ বছর যাবৎ কাজ করে আসছে।