(৩১,৮৪৪)
সেই দিনের পত্রিকার শিরোনাম, চকরিয়ায় বিষাদের ছায়া
মাতামুহুরী নদীর কী ছিল না কোন মায়া?
ঘাতকের মত কেড়ে নিয়েছিল পাঁচ শিক্ষার্থীর জীবন
তাঁদের মৃত্যুতে কেঁদেছিল সুন্দর এই ভুবন।
অরবি, এমশান, ফারহান, মেহরাব ও তূর্য ভট্টাচার্যের চিরচেনা হাসি
এখন শুধুই স্মৃতি, স্বপ্ন হলো অধরা, অবাক বিশ্ববাসী।
পরকালে তারা সুখী হউক, সৃষ্টি কূলের চাওয়া,
মানব জাতির অশ্রু ছাড়া, হয়নি কিছু পাওয়া।
Advertisement